নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে শিপন আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছয়জন।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
নিহত শিপন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআর-০৯/২৩/০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)