ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারি চার্জ করার সময় বিদ্যুতায়িত হয়ে মুকুল হোসেন (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঁড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মুকুল হোসেনের স্ত্রী দিতি খাতুন জানান, রাতে ভ্যানগাড়ির ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন তাঁর স্বামী। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের এক ছেলে ও মেয়ে আছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এআর-০৭/২৪/০৫ (উত্তরাঞ্চল ডেস্ক)