রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ভোটের প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী কাজে ওয়ার্ড কার্যালয় ব্যবহার না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনের প্রচারের সঙ্গে সম্পৃক্ত না করার জন্য নির্দেশনা জারি করেছে সিটি করপোরেশন। রোববার সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, যেকোনো নির্বাচনী প্রার্থী রাসিকের ওয়ার্ড কার্যালয় বা করপোরেশনের জনবল, সম্পদ ব্যবহার নির্বাচনী আচরণের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী। তাই সিটি করপোরেশনের সব বিভাগ বা শাখাপ্রধান ও ওয়ার্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই যেন আসন্ন নির্বাচনী কার্যক্রমে অংশ না নেন।

এ বিষয়ে সচিব মো. মশিউর রহমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি সিটি করপোরেশনের জনবল এবং ওয়ার্ড কার্যালয় আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়া কোনো কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে। তাই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারী যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নেন।’

এআর-০৫/০৫/০৬ (উত্তরাঞ্চল ডেস্ক)