বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসার শৌচাগার থেকে বুধবার সকালে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর গলায় দাগ আছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির নাম কাউসার ইসলাম (৮)। কাউসার উপজেলার আয়রা বেলতা গ্রামের কৃষক ফরিদুল ইসলামের ছেলে। তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। কাউসার মাদ্রাসাতেই থাকত।
শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে এক ভাড়া করা ভবনে চলে মাদ্রাসাটির কার্যক্রম। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল সাতটায় মাদ্রাসার শৌচাগারে কাউসার ইসলামকে পড়ে থাকতে দেখে মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্র (১৫)। সে ঘটনাটি দ্রুত মাদ্রাসার শিক্ষকদের জানায়। পরে কাউসারকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউসারকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। কাউসারের গলায় দাগ আছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এআর-০৩/০২/০৮ (উত্তরাঞ্চল ডেস্ক)