চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের বিএনপির ৫০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে ইউনিয়নের জামতলা এলাকায় ফুল দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।
এ সময় আনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, ঝিলিম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
এআর-০৫/১০/১১ (উত্তরাঞ্চল ডেস্ক)