পাবনায় ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

পাবনার বেড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলহাজ মোহাম্মদ আলী মকো (৫০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বুধবার রাতে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মকো বেড়া উপজেলার আমিনপুর থানার দীঘলকান্দি গ্রামের মৃত আছাদ প্রামাণিকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে তিনি জ্বরে আক্রান্ত হলে কাশীনাথপুরের একটি বেসরকারি হাসপাতালে টেস্ট করলে ডেঙ্গু ধরা পড়ে।

ওই দিনই তাকে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার রাতে তার মৃত্যু হয়।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর জানান, গেল ২৪ ঘণ্টায় পাবনায় নতুন করে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে ২৮ জন, বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ফরিদপুরে ১ জন এবং চাটামোহরে ১ জন।

বিএ-১৮/২৯-০৮ (উত্তরাঞ্চল ডেস্ক)