খাটের নিচে মিলল চুরি হওয়া ১৬৬ ব্যাটারি

ময়মনসিংহে একটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চুরি হওয়া ২৪ ভোল্টের ১৬৬টি ড্রাইসেল ব্যাটারি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত রাতে পাবনা জেলায় অভিযান চালিয়ে এক অভিযুক্তের খাটের নিচ থেকে এসব ব্যাটারি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গোপালপুর এলাকার মনিরুল ইসলাম (২৮) ও একই জেলার কোশাখালি এলাকার বাবু বিশ্বাস (৩০)।

বৃহস্পতিবার বিকেলে তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়।

ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় একটি বিদেশি প্রতিষ্ঠান ইজিবাইকের ব্যাটারি উৎপাদন করে। একটি কোম্পানির জন্য ৩০০ ড্রাইসেল ব্যাটারি ভালুকা থেকে গত ১৩ ডিসেম্বর নরসিংদীর উদ্দেশে পাঠানো হয়।

কিন্তু ট্রাকচালক আব্দুল আউয়াল ব্যাটারিগুলো নিয়ে পালায়। এ ঘটনায় ২১ ডিসেম্বর ভালুকা থানায় একটি মামলার পর তদন্ত শুরু করে ডিবি পুলিশ।

এসএইচ-২০/১৩/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)