চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে রাব্বি হোসেন চঞ্চল (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার উপজেলার মাঝদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চুরি ও মাদকের ৪টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রোববার ভোরে মাঝদিয়া গ্রামের একটি মুদি দোকানের আশেপাশে ঘোরাফেরা করছিলেন রাব্বি। এ সময় চোর সন্দেহে গ্রামবাসী তাকে মারপিট করে। পরে সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের কাছে নিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। হাসপাতালে নেওয়ার পথে রাব্বি মারা গেলে মরদেহ ঈশ্বরদী রেলগেট এলাকায় ফেলে পালিয়ে যায় তারা। পরে নিহতের স্বজনরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, গ্রামবাসী আইন নিজের হাতে তুলে নেয়া উচিত হয়নি। অপরাধী হলে তারা রাব্বিকে আইনের হাতে তুলে দিতে পারতেন।

এসএইচ-২৪/২২/২২ (উত্তরা(ঞ্চল ডেস্ক)