জীবন্ত গাছে আগুন, ভূত আতঙ্কে এলাকাবাসী

পঞ্চগড়ে ব্যস্ত সড়কের পাশের একটি গাছে আগুন জ্বলতে দেখে ভূত আতঙ্ক দেখা দেয় পথচারী ও স্থানীয়দের মাঝে। জীবন্ত গাছে এ আগুন জ্বলাকে তারা ভূতের কাণ্ড বলে বিশ্বাস করে। ফলে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়।

স্থানীয়রা জানিয়েছে, ওই গাছটির গোড়ার ফাঁকা একটি অংশে এ আগুন জ্বলতে দেখা যায়। সোমবার রাতে জেলার জালাসি-টুনিরহাট রোডের তালমা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে সবাই আতঙ্কিত হচ্ছিলো। তারা ভেবে নিয়েছিল, এটি ভূতের কাজ হবে। এই ভেবে কেউ সেখানে দাঁড়াচ্ছিলো না। কারণ, জীবন্ত গাছে এ ধরনের আগুনের ঘটনা তারা আগে কখনো দেখেনি।

পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে থাকা ফায়ারম্যান নাহিদ হাসান জানান, কে বা কারা গাছটিতে আগুন দিয়েছে, সেটা তদন্তে বেরিয়ে আসবে। আপাতত গাছটির বড় কোনো ক্ষতি হয়নি।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটির আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে- কেউ ইচ্ছে করেই গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিয়েছিল।

এসএইচ-০৯/১৬/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)