পঞ্চগড়ে নৌকাডুবি: তদন্ত কমিটির রিপোর্ট পেশ

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি রোববার মধ‍্যরাতে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে তাদের তদন্ত রিপোর্ট পেশ করেছে। তবে রিপোর্টে তদন্ত কমিটি দুর্ঘটনার কি কি কারণ অনুসন্ধান ও সুপারিশ করেছেন সে বিষয়ে সংশ্লিষ্ট কেউই কোনো মন্তব্য করেননি।

তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার কথা জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় সময় সংবাদকে বলেছেন, তদন্ত কমিটির রিপোর্ট ও সুপারিশ সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ থেকে আলাদাভাবে তদন্ত দল কাজ করছে। সব রিপোর্টই সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। এ ছাড়া প্রতিবেদন সমন্বয় করে সরকার যে নির্দেশনা দেবে সে আলোকে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, রোববার দুপুর ২টায় পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।

এদিকে দুর্ঘটনায় নিখোঁজ এক শিশুসহ অপর দুই ব্যক্তির মরদেহ উদ্ধারে নবম দিনের মতো উদ্ধার অভিযান অব‍্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এসএইচ-১৭/০৩/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)