পঞ্চগড়ে নৌকাডুবি দেড় মাস পর আরও একজনের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের করতোয়া নদীতে নৌকাডুবির ৪৫ দিন পর ভূপেন ওরফে পানিয়া (৪০) নামে আরও একজনের গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরের পর করতোয়া নদীর বালির নিচ থেকে ভূপেনের মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ। এর আগে করতোয়া নদীর আউলিয়া ঘাটে দুর্ঘটনা কবলিত এলাকায় মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ সময় ঘটনাস্থলে পৌঁছে মৃত ভুপেনের ছেলে দীপন রায় তার বাবা বলে শনাক্ত করেন।

গত ২৫ সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে বোদেশ্বরী মন্দিরে পূজার্চনা শেষে বাড়ি ফেরার পথে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এতদিন তিনি নিখোঁজ ছিলেন।

সবশেষ ভুপেনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জন।

দুর্ঘটনার ৪৫ দিন পর ভুপেনের মৃতদেহ পেয়ে তার পরিবারসহ গোটা গ্রামে চলছে শোকের মাতম।

নিহত ভুপেনের ছেলে দীপেন সময় সংবাদকে জানায়, ধর্ম মতে তারা মরদেহ সৎকার করার উদ্যোগ নিয়েছে।

মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামীম সময় সংবাদকে উদ্ধার হওয়া মৃতদেহ ভূপেনের বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবি: সব হারিয়ে নির্বাক বীর মুক্তিযোদ্ধা মঙ্গলু বর্মন

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম নৌকাডুবির ঘটনায় মৃত ভূপেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে ওই দুর্ঘটনায় বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সরেন্দ্রনাথ (৬৫) ও পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী এখনও নিখোঁজ রয়েছেন।

এসএইচ-১০/০৯/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)