নতুন লোগো উন্মোচন করল ফেসবুক

প্রকাশিতঃ নভেম্বর 6, 2019 আপডেটঃ 10:56 অপরাহ্ন

নতুন লোগো উন্মোচন করেছে বিশ্বের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’।

নতুন লোগোতে সবগুলো অক্ষরই দেখা যাবে ক্যাপিটাল লেটারে (FACEBOOK)। এছাড়া এটি মাল্টিকালারের (বিভিন্ন রঙের মিশ্রণ)।

তবে শুধু ফেসবুকেই নয়, এর আওতাধীন অন্যান্য অ্যাপগুলোতেও এই নতুন লোগোই দেখা যাবে।

এগুলো হলো- ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপ।

ব্যবহারকারীরা কবে নাগাদ অ্যাপসহ অন্যান্য মাধ্যমে নতুন লোগো দেখতে পাবে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এসএইচ-২১/০৬/১৯ (প্রযুক্তি ডেস্ক)

সংবাদের লিংকঃ https://padmanews24.com/?p=368885
সম্পাদক ও প্রকাশক: শাহানা পারভীন
তাসিব প্যালেস, হোল্ডিং নং-৪১৮/১, ওয়ার্ড নং- ২৫, মোনাফের মোড়, রাজশাহী-৬২০৪, বাংলাদেশ
ফোন : +৮৮০-৭২১-৭৫১-০০১, ফ্যাক্স: +৮৮০-৭২১-৭৫১-৩৪৮, হটলাইন: +৮৮০-১৭৫৫-৫৭৫-৬৬৬, ইমেইল: [email protected]