রাজশাহীতে বাল্যবিয়ের দায়ে বরের কারাদন্ড

রাজশাহীর তানোরে স্কুল ছাত্রী শাকিলা খাতুনের (১৫) বাল্যবিয়ে ভেঙে দিয়ে বরকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে তানোর থানা থেকে সাজাপ্রাপ্ত বরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এরআগে শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌ. মো. গোলাম রাব্বী।

অভিযুক্ত বরের নাম হিরো আলী (২৩)। সে তানোর পৌরশহরের গোল্লাপাড়া এলাকার মৃত বাবলুর ছেলে।

ইউএনও চৌ. মো. গোলাম রাব্বী প্রতিবেদককে জানান, শুক্রবার শেষ বিকেলে উপজেলার সাদিপুর এলাকায় থানা পুলিশের সহায়তায় বাল্যবিয়ের আসর থেকে বর হিরো আলীকে গ্রেফতার করা হয়।

তবে ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে যায়। পরে বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি হিরো আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

একই সঙ্গে মেয়েটিকেও পরামর্শ দেওয়া হয়েছে নিয়মিত স্কুলে যাওয়ার।

বিএ-০৪/০১-১২ (নিজস্ব প্রতিবেদক)