রাজশাহীর বাগমারায় প্রশান্ত কুমার মণ্ডল (৪২) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বড়বিহানালীর বেড়াবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রশান্ত কুমার মণ্ডল ওই গ্রামের পরিমল মণ্ডলের ছেলে। তিনি বড়বিহানালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শুক্রবার সকালে স্থানীয় এক প্রতিবেশী বাড়ির পাশের জঙ্গলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তিনি ওই জঙ্গলে গিয়ে ফাঁস দেন।
স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। এ নিয়ে মামলাও করেন স্ত্রী। এ থেকেই তিনি বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেন। সকালে মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিএ-০২/০৭-১২ (নিজেস্ব প্রতিবেদক)