গণপরিবহনে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচী

এ্যাকটিভ সিটিজেন ও সিসিডি বাংলাদেশ এর ১০২ তম ব্যাচ যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষার্থীরা গণসচেতনতামূলক কর্মসূচী পালন করে।

শুক্রবার মহানগরীর বিভিন্ন প্রান্তে বাসের ভিতর যাত্রী, চালক, হেল্পার সবাইকে গানে গানে ও বিভিন্ন রকম লিফলেট দিয়ে যৌন হয়রানীর বিরুদ্ধে প্রতিরোধ গোড়ে তোলার জন্য নানাভাবে উৎসাহিত করে।

শিক্ষার্থীরা জানান, এটা তাদের SAP(Social Action Project) এর একটা অংশ। তারা টি-শার্ট গায়ে দলে দলে বিভক্ত হয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করে।

কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, কিছুটা তো সমস্যা হয়েছেই যেমন বাসের ঝাকুনি সহ্য করা, বাসের শব্দ ইত্যাদি। কিন্তু এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল তাই সফলভাবেই শেষ করতে পেরেছি।

যাত্রীরা বলছেন, তারা এধরনের কর্মসূচীকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক উপকারি হিসেবে দেখছে। এতে করে সবাই যৌন হয়রানী সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন।

এসএইচ-০৫/০৮/১২ (নিজস্ব প্রতিবেদক)