রাজশাহী-(সদর) ২ আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু অস্স্থু হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মহানগরীর ক্যান্টনমেন্ট এলাকায় যুবদল আয়োজিত বর্ধিত সভায় হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েন।
উর্ধ্ব রক্তচাপ ও বুকের ব্যাথার কারণে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
তিনি বলেন, তাঁর অবস্থা এখন মোটামুটি ভালো। দীর্ঘদিন থেকে শারীরিক কিছু সমস্যায় ভুগছেন।
এদিকে মিনুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মীরা। এসময় তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন তাঁরা।
বিএনপি নেতা মিজানুর রহমান মিনু দীর্ঘ ১৬ বছর রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
সেই সাথে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালিন রাজশাহী-২ (সদর ও পবা) আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এসএইচ-২০/০৮/১২ (নিজস্ব প্রতিবেদক)