রাজশাহীতে প্রার্থিতা প্রত্যাহার করলেন যাঁরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবাচনের প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন আজ। রোববার সকাল থেকে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে নির্বাচনী রিটানিং কর্মকর্তা এসএম আবদুল কাদের কাছে প্রত্যাহারের কাগজ ‍তুলে দেন অনেকেই।

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী আভা হক মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

রাজশাহী-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম।

রাজশাহী-৫ আসনে বিএনএফ প্রার্থী মোখলেসুরের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম ফারুক।

ওই আসেন বিএনপির প্রার্থী নাদিম মোস্তফাকে সরিয়ে নজরুল ইসলাম মন্ডলকে বিএনপি চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন দলটির মহাসচিব। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রার্থী প্রত্যাহারের শেষদিনে তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে দলটি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

বিএ-১৩/০৯-১২ (নিজস্ব প্রতিবেদক)