এ্যাকটিভ সিটিজেনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) এর আয়োজনে এ্যাকটিভ সিটিজেনের ১০৪ তম ব্যাচের শিক্ষার্থীরা রাজশাহী নগরীর একটি বস্তির দুঃস্থদের মাঝে কম্বল ও শীতের কাপড় বিতরণ করেছেন।

সোমবার বিকালে মহানগরীর বালিকা পুকুর এলাকার পাশের বস্তিতে ২০টি পরিবারের মাঝে এ কম্বল ও শীতের কাপড় বিতরণ করা হয়।

রাজশাহী কলেজের উপাধ্যক্ষ্য প্রফেসর আল ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্রগুলো দুস্থ নারী ও শিশুদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডি বাংলাদেশ’র এর ট্রেনিং কো-অর্ডিনেটর শামসুন্নাহার সুইটি, এ্যাকটিভ সিটিজেনস ফ্যাসিলিয়েটেটর খালেদ মাহমুদ ইউসুফ ও একরামুল হক।

রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সোশ্যাল এ্যাকশন প্রজেক্টের অংশ হিসেবে ‘হ্যাপী ক্লথ ব্যাংক’ নামক এই কর্মসূচির আওতায় তারা এই কার্যক্রম পরিচালনা করেন।

এ্যাকটিভ সিটিজেনের ১০৪ তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, নিজেদের দেওয়া চাঁদার অর্থ দিয়ে তারা কম্বল ক্রয় করে এবং কলেজের শিক্ষার্থীদের থেকে সংগ্রহ করা শীতের কাপড় সংগ্রহ করে তা গরীব-দুঃস্থ নারী ও শিশুদের মাঝে বিতরণ করলেন। গরীব অসহায় মানুষদের জন্য সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে তারা বেশ আনন্দিত বলে জানায় শিক্ষার্থীরা।

এসএইচ-১০/১০/১২ (নিজস্ব প্রতিবেদক)