আজও আচরণবিধি ভঙ্গের দুই অভিযোগ বিএনপির

রাজশাহীর দুটি আসনে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা এসএম আবদুল কাদেরের দপ্তর আলাদা লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

একটি অভিযোগ দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু। অন্য অভিযোগটি দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল হক মিলন।

লিখিত অভিযোগে মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা উল্লেখ করেন, ১০ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে নগরীর ৪ নং ওয়ার্ডের জুলফিয়া স্কুলের পার্শ্বে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে নৌকা প্রতীকের সমর্থকরা।

এছাড়া মঙ্গলবার বেলা ১১টার দিকে একই এলাকায় ধানের শীষ প্রতীকের পোস্টার ও ফেস্টুন ছিড়ে ফেলে পদদলিত করেন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা।

আচরণবিধি ভঙ্গের দুই অভিযোগ বিএনপিরঅন্যদিকে, শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ মকবুল হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, নওহাটা পৌরসভার দুয়ারী কেন্দ্রের পাশে গত ১০ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ধানের শীষের পোস্টার ও ফেস্টুন কেটে ফেলে নৌকা প্রতীকের সমর্থকরা।

নওহাটা পৌরসভার এয়ারপোর্ট থানার সামনে ভুগরইল গ্রামে লেমনেটিং পোস্টার কেটে ফেলে। এছাড়া প্রচারণায় একক হর্ন ব্যবহারের নির্দেশনা থাকলেও নৌকা প্রতীকের সমর্থকরা জোড়া হর্ন ব্যবহার করছেন।

এসব ঘটনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপির এই প্রার্থী। একই সাথে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানান।

এর আগে রাজশাহী-২ আসনে অপপ্রচার ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অখিভযোগ দেয় বিএনপি।

অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা। তবে আগের অভিযোগ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তারা।

বিএ-১২/১১-১২ (নিজস্ব প্রতিবেদক)