রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও বিএনপির প্রার্থী আবু হেনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসময় বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকেউপজেলার হামির কুৎসা বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপিকর্মী বেলাল হোসেন ও জিল্লুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী আবু হেনার নির্বাচনী প্রচারণা চালচ্ছিলেন। কিন্তু গণসংযোগের পেছন থেকে স্থানীয় মঞ্জুরের নেতৃত্বে লাঠি-সোঠা নিয়ে হামলা করে আওয়ামী সমর্থকরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা।
এদিকে হঠাৎ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার দৃশ্য দেখে স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে এসে আওয়ামী লীগের সমর্থকদের ধাওয়া করে। পরে আওয়ামী লীগের অফিস ভাংচুর করা হয়। এনিয়ে আওয়ামী লীগ সমর্থকরা স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে।
পরে বিএনপির অফিসেও তালা ঝুলিয়ে দিয়েছে আ. লীগের সমর্থকরা। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।
বিএ-২০/১৯-১২ (নিজস্ব প্রতিবেদক)