বিএনপির নেতাকর্মীদের আটক, পোস্টার ছিঁড়ে ফেলা ও বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক নির্বাচণী প্রচারণা স্থগিত করেছেন।
মঙ্গলবার তিনি এ প্রচারণা স্থগিত করেন।
গোদাগাড়ী উপজেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুল মালেক বলেন, দু’দিন দিন ধরে বিভিন্ন জায়গায় ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারণায় বাধা, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। আজকে পরিস্থিতি আরও খারাপ।
সাদা পোশাকের পুলিশ আমাদের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকর বাড়ি ঘিরে রেখেছে। এ কারণে তিনি নির্বাচণী প্রচারণা স্থগিত করেছেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও সেনাবাহিনী পদক্ষেপ নিলে আমরা আবার গণসংযোগে ফিরব।
বিএ-১৭/২৫-১২ (নিজস্ব প্রতিবেদক)