নৌকায় ভোট না দেয়া নামে নিজের পায়ে কুড়াল মারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং আরও উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নের জন্য এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। অন্য দল সরকার গঠন করলে দেশের কিছুই হবে না।
রাসিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ১৪ দলের সমন্বয়কারী লিটন। বুধবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে রাজশাহী-২ (সদর) আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা বিশেষ অতিথি ছিলেন।
সমাবেশে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত ১০ বছরে এমপি থেকে বাদশা ভাই নগরীর উন্নয়ন ত্বরান্বিত করেছেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার যে অবদান তা অসামান্য। তার হাত ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন হয়েছে, অবকাঠামো তৈরি হয়েছে। শিক্ষানগরীর শিক্ষার মান উন্নয়নে তিনি কাজ করে গেছেন।
আমি মেয়র আছি, আর বাদশা ভাই আবার এমপি হলে আমরা দুজনে মিলে রাজশাহীর উন্নয়নে আরও গতি আনতে পারব। বাদশা ভাই সংসদে কথা বলে উন্নয়নের জন্য টাকা আনবেন, আর আমি সিটি করপোরেশনের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করব।
রাসিক কর্মচারীদের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আপনি নিজে নৌকায় ভোট দেবেন, পরিবারের সদস্যদের বলবেন। আপনারা পাড়া-মহল্লায় নেমে পড়ুন। নৌকায় ভোট দিতে বলুন।
সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, দেশের মানুষ বুঝে গেছে উন্নয়নের স্বার্থে ডিজিটাল বাংলাদেশের কারিগর শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন। আমরা তাকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই। সে জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাই। আমি নির্বাচিত হতে পারলে সব সময় আপনাদের দুঃখ-দুর্দশায় পাশে থাকব, যেমনটি অতীতে ছিলাম।
রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, রজব আলী ও তাহেরা খাতুন মিলি, কাউন্সিলর নিযাম-উল-আযীম, আবদুল মোমিন, তৌহিদুল হক সুমন প্রমুখ।
বিএ-১৪/২৬-১২ (নিজস্ব প্রতিবেদক)