রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর পুঠিয়ায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থলেই একজন মোটরসাইকেল চালক ও অপর একজন ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বুধবার সকালে পৃথক এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হচ্ছেন রাজশাহী মহানগরীর চক-কাপাশিয়া এলাকার মৃত আজিমুদ্দীনের ছেলে ও মোটরসাইকেল ওমর আলী (৩৭)। আর ট্রাক হেলপার কুতুব আলী (৩০) চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ওমেদ আলীর ছেলে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৯ জানুয়ারী) সকাল ৭টার দিকে মোটারসাইকেল চালক তার বাড়ী থেকে দুর্গাপুর উপজেলায় যাচ্ছিল। পথে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় আসলে অজ্ঞাতনামা একটি ট্র্যাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট ফাড়ী) ইনচার্য মোস্তাফিজুর রহমান বলেন, সকাল ১১টার দিকে চারঘাট মুক্তারপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক পুঠিয়া সদরের দিকে আসছিল। পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর কলাহাটা নিকট আসামাত্র একটি অজ্ঞানামা বাস ট্রাকের পিছন থেকে ধাক্কা দিলে উপরে থাকা হেলপার কুতুব আলী সড়কে পড়ে মারা যায়।

এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিএ-০২/০৯-০১ (নিজস্ব প্রতিবেদক)