সীমান্তে ফাঁদ পেতে অস্ত্র চোরাকারবারিদের ধরছে বিজিবি

অস্ত্র চোরাকারবারিদের ধরতে রাজশাহী সীমান্তে ফাঁদ পেতেছে বিজিবি। সোমবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট সীমান্তে এমন একটি ফাঁদ থেকে অল্পের জন্য বেরিয়ে গেছে চোরাকারবারিরা। তবে পালিয়ে যাবার আগে অস্ত্র ও গুলি ফেলে গেছে তারা।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চারঘাট ও ইউসুফপুর বিওপির মাঝামাঝি মমতার কলাবাগান এলাকায় ফাঁদ পাতে বিজিবি।

রাত দেড়টার দিকে সীমান্ত পিলার ৬৮/১ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলো একদল অস্ত্র চোরাকারবারি। সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এসময় দুটি এসএমজি থেকে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে অস্ত্র চোরাচালানীরা পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আমেরিকায় তৈরী একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিশেষ এই অভিযানে অধিনায়কের নেতৃত্বে বিজিবি-১ সদর দপ্তরের ৯ সদস্যের বিশেষ দল অংশ নেয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

বিএ-০৫/১৫-০১ (নিজস্ব প্রতিবেদক)