রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০২ জন জেলহাজতে

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০২ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে আদালত পুলিশ তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

এর আগে দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে তোলে জেলা ও নগর পুলিশ। রোববার রাতভর জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার হন এরা।

পুলিশ বলছে, এদের মধ্যে ৬৫ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। বাঁকি ৩৭ জনকে গ্রেফতার করে জেলা পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, গ্রেফতার ৬৫ জনের মধ্যে ২৩ জনই গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী।

৩৯৫ পিস ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয় ১৫ জন। অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে আরো ২৭ জনকে।

অন্যদিকে, জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান বলেন, অভিযানে জেলার গোদাগাড়ীতে ২ জন, তানোরে ৮ জন, মোহনপুরে ৩ জন, পুঠিয়ায় ৭ জন, বাগমারায় ২ জন, দুর্গাপুরে ৪ জন, চারঘাটে ৪ জন এবং বাঘায় ৭ জনকে গ্রেফতার করা হয়।

মাদক বিরোধী এই অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নিয়মিত মামলায় গ্রেফতারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতে নেয়ার কথা জানিয়েছেন এই দুই পুলিশ কর্মকর্তা।

বিএ-২০/২১-০১ (নিজস্ব প্রতিবেদক)