রাজশাহীতে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে নিখোঁজের একদিন পর মোস্তাকিন আলী (৩৫) নামের এক ইজিবাইক চালাকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাজে কাজলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ।

নিহত মোস্তাকিন ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

নিহত মোস্তাকিনের ভাই নান্টু জানান, প্রতিবেশী জাহিদুলের গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে চালাতেন মোস্তাকিন। ইজিবাইকের জমার টাকা বাকি পড়ায় বুধবার রাতে গ্যারেজে তাকে আটকে রেখে মারপিট করা হয়।

বৃহস্পতিবার রাতের মধ্যে বাকি টাকা পরিশোধের কথা ছিল। ওই রাতে গ্যারেজে টাকা দিতে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান মোস্তাকিন। এরপর রাতে আর বাড়ি ফিরেননি। শনিবার সকালে বাড়ির সামনের একটি গলিতে তারা মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশিরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এনিয়ে আপাতত অপমৃত্যু মামলা দিয়েছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

বিএ-০২/১৬-০৩ (নিজস্ব প্রতিবেদক)