রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার সকালে উপজেলার রাজাবাড়ি চেকপোষ্ট এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে হেরোইনগুলো জব্দ করা হয়।
বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিজিবির রাজাবাড়ি চেকপোস্টের একটি দল এ তল্লাশি অভিযান চালায়। এ সময় পাচারকারী হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পরে গাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় হেরোইনের প্যাকেটটি জব্দ করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
হেরোইনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে তা জনসম্মুখে ধ্বংস করা হবে।
এসএইচ-৪০/২৩/১৯ (নিজস্ব প্রতিবেদক)