রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠি হস্তশিল্প ও সংস্কৃতি মেলা শুরু

রাজশাহী নগরীতে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠি হস্তশিল্প ও সংস্কৃতি মেলা। বৃহস্পতিবার সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় তিন দিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যদানকালে বিভাগীয় কমিশনার বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্য ও ইতিহাস সবার মাঝে তুলে ধারতে এখন বিভিন্ন উৎসব পালিত হচ্ছে।

এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠির সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন। ফলে অন্য জাতির মানুষের সঙ্গে তাদের সাংস্কৃতির দূরত্ব কমছে।

বিভাগীয় কালচারাল অ্যাকাডেমির উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, অ্যাকাডেমির নির্বাহী সদস্য যোগেন্দ্রনাথ সরেন, গাব্রিয়েল হাঁসদা ও চিত্তরঞ্জন সরদার। শুভেচ্ছা বক্তব্য দেন গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

এর আগে সকালে এ আয়োজন উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। নগরীর রানীবাজার থেকে শুরু হয়ে র‌্যালীটি নগর ভবনের গ্রিন প্লাজায় গিয়ে শেষ হয়।

উদ্বোধনী শেষে অ্যাকাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জানা গেছে, সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠি কালচারাল অ্যাকাডেমি। মেলায়

সবমিলিয়ে ২৬টি স্টল অংশ নিয়েছে। আগামী শনিবার পর্দা নামবে এই আয়োজনর।

বিএ-১৮/২৮-০৩ (নিজস্ব প্রতিবেদক)