রাজশাহী সফরে এসে এখানকার ঐতিহ্যবাহী কলাই রুটি নিজ হাতে সেঁকেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার সন্ধ্যার পর নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার রাস্তার পাশের একটি কলাই রুটির দোকানে গিয়েছিলেন তিনি।
এসময় স্ত্রী মিসেলসহ অন্য সফর সঙ্গিরাও ছিলেন। পরে সঙ্গিদের নিয়ে রাস্তার পাশে বসেই কলাই রুটির স্বাদ দেন এই ভিনদেশী।
এর আগে দিনভর রাজশাহীর বিভিন্ন এলাকা ভ্রমন করেন রাষ্ট্রদূত। ওই সময় নানান ইস্যুতে স্থানীয়দের সাথে প্রাণখুলে কথা বলেন।
খুটিয়ে খুটিয়ে জেনে নেন এখানকার ঐতিহাস ও ঐতিহ্য। সেখানেই জানতে পারেন ঐতিহ্যবাহী কলাই রুটির কথা।
দিন শেষে তাই গিয়ে ওঠেন সোজা কলাই রুটির দোকানে। স্বচক্ষে দেখেন রুটি বানোনো। রুটি বানানোর খুঁটিনাটি সম্পর্তে কারিগরদের জিজ্ঞেস করেন। তাদের সাথে সেলফি তোলেন মিলার।
মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে রুটির দোকানে দেখে ভিড় জমান উৎসুক জনতা। তিনি হাসিমুখে সবার সঙ্গে কুশলবিনিময় করেন। সেলফিও তোলেন অনেকের সাথেই
বুধবার রাষ্ট্রদূত রাজশাহীতে পৌঁছে ব্যস্ত সময় পার করেন। ওই দিন রাতেই তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টান্নভাণ্ডারে গিয়ে নানান পদের মিষ্টির স্বাদ নেন।
শুক্রবার সকালে সফর সঙ্গিদের নিয়ে রাষ্ট্রদূত জেলার পুঠিয়া রাজবাড়ি দর্শনে যান। সেখানে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ তাতে উষ্ণ অভ্যর্থনা জানান। দুই ঘন্টায় রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন অতিথিরা।
বিএ-০৯/২৯-০৩ (নিজস্ব প্রতিবেদক)