ভারতে তথ্য পাচারের দায়ে যুবকের জেল

ভারতে তথ্য পাচারের দায়ে রাজশাহীতে মিঠুন আলী (২৩) নামের এক যুবকের সাজা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।

অভিযুক্ত মিঠুন উপজেলার আষাড়িয়াদহ কানাপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। আইনী প্রক্রিয়া শেষে শনিবার সন্ধ্যায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার সাহেবনগর বিওপি এলাকা থেকে মিঠুনকে আটক করে বিজিবি। এসময় তার কাছে মোবাইল ফোন থেকে ভারতে পাচারের প্রমাণ মেলে। ওই যুবকের কাছে ২০ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজা এবং ১০ হেরোইন ১০ পুরিয়া পায় বিজিবি।

রাজশাহী ১- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম রোববার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিক করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করেন বিজিবির টহল দলের সদস্যরা।

এসময় তার কাছ থেকে ভারতীয় সীমকার্ডসহ মোবাইল সেট উদ্ধার করা হয়। এছাড়াও কিছু মাদক উদ্ধার করা হয় তার কাছ থেকে।

পরে তাকে বিজিবি সদর দপ্তরে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি জানান, গত ৩ মার্চ তিনি সাহেবনগর বিওপি এবং বিওপির এলএমজি ব্যাংকারসহ অন্যান্য তথ্য সম্বলিত ছবি মোবাইলে ধারণ করেন। পরে ২৪ মার্চ এসব তথ্য ভারতে বসবাসকারী তার মামাত ভাই মহিদুল ইসলামের কাছে পাঠিয়ে দেন।

জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। এসময় সেখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিকভাবে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। যার মামলা নম্বর ১৭ সি/১৯, তারিখ ৩০ মার্চ ২০১৯। আদালতের নির্দেশে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

বিএ-০২/৩১-০৩ (নিজস্ব প্রতিবেদক)