রাজশাহী জুট মিল শ্রমিকরা লাঠি হাতে রাস্তায়

বকেয়া-বেতন ভাতদাসহ নয় দফা দাবি আদায়ে লাঠি হাতে রাস্তায় নেমেছেন রাষ্ট্রায়ত্ত্ব রাজশাহী জুট মিলের শ্রমিকরা। সোমবার সকাল ১০টার দিকে মিলের নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় তারা এই বিক্ষোভ করেন।

সকালে মিলের প্রায় ৮০০ শ্রমিক মিলের প্রধান ফটক সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়কে নামেন। এসময় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কে বন্ধ থাকে সব ধরণের যান চলাচল।

এসময় লাঠি হাতে এলাকায় বিক্ষোভ মিছিলও করেন শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছে, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদানসহ ৯ দফা দাবিতে রোববার থেকে তারা আন্দোলনে নেমেছেন।

জুট মিল শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানান, আগে ৪ হাজার ১৫০ টাকা বেতন ছিলো। বর্তমানে সর্বনিম্ন ৮ হাজার ৩০০ টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি। এর ওপর গত জানুয়ারি মাস থেকে জুট মিলে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।

বকেয়া বেতন প্রদান, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদানসহ শ্রমিকদের ৯ দফা দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন তারা। সোমবারের মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে ৭২ ঘন্টার কর্মবিরতি পালনে যাবার কথাও জানান এই শ্রমিক নেতা।

বিএ-১৯/০১-০৪ (নিজস্ব প্রতিবেদক)