বকেয়া বেতন প্রদান ও মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে টানা চতুর্থদিনের মতো বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রাজশাহী পাটকলের শ্রমিকরা।
বুধবার বেলা সোয়া ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের যান চলাচল বন্ধ করে শ্রমিকরা নগরীর কাটাখালি এলাকায় এ বিক্ষোভ করেন।
এ সময় তারা হাতে লাঠি নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। দুপুর ১২টার পর মহাসড়ক অবরোধ শেষে শ্রমিকরা জুট মিলের ভেতরের বিক্ষোভ সমাবেশ করেন। এর আগে গত রোববার থেকে তারা বিক্ষোভ শুরু করেন। দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তারা।
রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে দুপুর বারোটা পর্যন্ত আমরা মহাসড়ক অবরোধ করেছি। তবে এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে অবরোধ আগেই প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত মজুরী কমিশন বাস্তবায়ন ও বেতন ভাতা আদায়সহ ৯ দফা দাবিতে মঙ্গলবার থেকে দেশের ২৬টি পাটকলের শ্রমিকরা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। এই তিনদিন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে।
বিএ-১৭/০৩-০৪ (নিজস্ব প্রতিবেদক)