রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাজশাহীতে নানান আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হচ্ছে। রাজশাহী নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও পালিত হচ্ছে দিবসটি।

এ উপলক্ষ্যে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এতে সরকারী বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

এদিকে, এ উপলক্ষ্যে আলাদা কর্মসূচি পালন করে নগর ও জেলা আওয়ামী লীগ। বেলা ১১টার দিকে নগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নগর আওয়ামী লীগের নেতারা।

নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রাসিকের প্যানেল মেয়র রজব আলী, নগর আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী প্রমুখ।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়েরে নেতা-কর্মীরা অংশ নেন। সন্ধ্যায় এনিয়ে আলোচনা আয়োজন করেছে নগর আওয়ামী লীগ। এনিয়ে জেলা আওয়ামী লীগও এনিয়ে আলাদা কর্মসূচি পালন করে।

বিএ-০১/১৭-০৪ (নিজস্ব প্রতিবেদক)