রাসিকের উচ্ছেদ অভিযানে আটক: নগর ভবনের সামনে বিক্ষোভ

রাজশাহীতে উচ্ছেদ অভিযানের সময় আটকের প্রতিবাদে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন নির্মাণ শ্রমিকরা। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এর আগে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের বাড়ির নির্মাণ কাজ করার সময় সকাল ১১ টার দিকে কয়েকজন শ্রমিককে আটক করেন ভ্রাম্যমান আদালত।

পরে মেয়েরা চাচাতো ভাই সাইদুজ্জামান নিপুনকে ১০ হাজার টাকা জরিমানা করে ওই শ্রমিকদের ছেড়ে দেয়া হয়। এর প্রতিবাদে শ্রমিকরা বিকেলে এক জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র লিটনের চাচতো ভাই সাইদুজ্জামান নিপুন তার বাড়ি নির্মাণ কাজ করছেন রাস্তার উপরে নির্মাণ সামগ্রী রেখে। এ নিয়ে ওই স্থানে ফুটপাতে সাধারণ মানুষের চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এমন অভিযোগ পাওয়ার পর রাসিকের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায় এবং কয়েকজন নির্মাণ শ্রমিককে আটক করে। পরে বাড়ি মালিক নিপুনকে ১০ হাজার টাকা জরিমানা করে শ্রমিকদের ছেড়ে দেয়া হয়।

এসএইচ-৪১/২০/১৯ (নিজস্ব প্রতিবেদক)