রাজশাহীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে রাজশাহীতে। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহায়তায় এই আয়োজন করে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’।

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন-জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহবায়ক আসলাম-উদ-দৌলার পরিচালনায় এতে বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা ও কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সেক্টর কমান্ডার ফোরাম নগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নদী ও পরিবশে বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান প্রমুখ।

মানববন্ধন থেকে নামমাত্র মূল্যে বালুমহল ইজারা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লোপাটের সাথে জড়িতদের শাস্তির দাবি ওঠে। দাবি জানানো হয় নগরীর পাঁচানী মাঠে বাড়িঘর ধ্বসের তদন্ত রিপোর্ট প্রকাশেরও।

মানববন্ধনের শুরুতে শ্রীলংকায় আত্মঘাতি বোমা হামলায় নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বিএ-০২/২২-০৪ (নিজস্ব প্রতিবেদক)