রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাদিরগঞ্জ গ্রেটার রোড সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তার নাম-পরিচয় পাওয়া যায়নি । মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মেইল ট্রেনে কাটাপড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সবাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে মরদেহ নেয়া হয় রামেক হাসপাতাল মর্গে।
ওসি আরো বলেন, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। আপাতত এনিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
বিএ-০৬/২৭-০৪ (নিজস্ব প্রতিবেদক)