বাংলাদেশে প্রথমবারের মত শান্তি, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আয়োজিত “রেডিও ডিবেট চ্যাম্পিয়নশীপ”-এর চুড়ান্ত বিতর্ক এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসিসি’তে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসিসি’তে অনুষ্ঠিত হবে “রেডিও ডিবেট চ্যাম্পিয়নশীপ”-এর চুড়ান্ত বিতর্ক। এতে অংশ নিবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী নিউ গর্ভমেন্ট ডিগ্রী কলেজ দল।
চুড়ান্ত বিতর্ক শেষে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠাতে, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
চড়ুান্ত বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান রাজশাহীর সর্বস্তরের মানুষ রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এ এবং www.radiopadma.fm-এ সরাসরি শুনতে পাবেন। এছাড়া ফেসবুক ব্যবহারকারীগণ চড়ুান্ত বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান দেখতে পারবেন রেডিও পদ্মা’র নিজস্ব ফেসবুক পেইজে www.facebook.com/radiopadma।
গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি বাংলাদেশ এবং ইয়ুথ সার্কেল আয়োজন করেছে এই “রেডিও ডিবেট চ্যাম্পিয়নশীপ”। রেডিও ডিবেট চ্যাম্পিয়নশীপ আয়োজনে সহায়তা দিচ্ছে ঢাকাস্থ দি আমেরিকান সেন্টার, মার্কিন দূতাবাস এবং কারিগরি সহায়তায় রয়েছে বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ।
দেশে প্রথমবারের মত আয়োজিত “রেডিও ডিবেট চ্যাম্পিয়নশীপ”-এ রাজশাহীর সেরা ৩২টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি দল অংশগ্রহণ করে।
বিএ-১৯/২৭-০৪ (নিজস্ব প্রতিবেদক)