অবশেষে বন্ধ হলো গাছ কাটা

আন্দোলন ও সমালোচনার মুখে অবশেষে রাজশাহীর কারা কর্তৃপক্ষ পঁচশর উপর গাছ কাটা বন্ধ করতে বাধ্য হয়েছে। তবে এরই মধ্যে টেন্ডার দিয়ে কাটতে বলা ৫৬১টির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিশাল গাছগুলো কাটা হয়েছে বলে জানা গেছে।

এদিকে গাছগুলো কাটতে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে পুরাতন এই গাছগুলো কেটে ফেলাকে কেন্দ্র করে রাজশাহীবাসীর ব্যনারে ঘটনাস্থলের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করে বিষয়টি তুলে ধরেন। এসময় মেয়র সকল কথা শুনে আন্দোলনকারীদের রাজশাহী জেলা প্রশাসককে জানাতে বলেন।

এসময় মেয়র নিজেও এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেন ও তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের পুরো বিষয়টি জানার পর কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন ও গাছগুলো না কাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বিষয়টি স্বীকার করে রাজশাহীর ডিআইজি প্রিজন্স আলতাব হোসেন বলেন, আমি ঢাকায় আছি। ফিরে না আসা পর্যন্ত সংশ্লষ্ট এলাকার গাছের একটি পাতাও কাটা হবে না। পরবর্তীতে এলকার উন্নয়নে সকলের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বিএ-১৪/৩০-০৪ (নিজস্ব প্রতিবেদক)