রাজশাহীর সীমান্তে বিজিবি দেখে গরু ফেলে পালালো পাচারকারী

বিজিবি সদস্যদের দেখে রাজশাহীর চারঘাট সীমান্তে গরু ফেলে পালিয়েছে চোরাকারবারীরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চারঘাটের ইউসুফপুর পদ্মার চর এলাকা থেকে গরুটি জব্দ করে বিজিবি।

মঙ্গলবার দুপুরে বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, রাতে ইউসুফপুর বিওপির নায়েক ইউনুছ আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল নিয়মিত টহল দিচ্ছিলো।

সীমান্ত পিলার নম্বর-৬৮/২-এস এর আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর ৬৯৭৮৮৯ মানচিত্র ৭৮ডি/১১)

সেখানকার পদ্মা নদীরচরে একটি গরু মালিকবিহীন অবস্থায় পান বিজিবি সদসর‌্যা।

বিজিবির ভাষ্য, বাছুর গরুটি ভারত থেকে এনেছেন পাচারকারীরা। তবে বিজিবি সদস্যদের দেখে সেটি ফেলে পালিয়ে গেছেন।

জব্দকৃত গরুটির আনুমানিক সিজারমূল্য ৫০ হাজার টাকা। আইনী প্রক্রিয়া শেষে গরুটি রাজশাহী শুল্ক দপ্তরে জমা দেয়া হয়েছে।

বিএ-১২/১৪-০৪ (নিজস্ব প্রতিবেদক)