রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত ২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুজন মারা গেছেন। সোমবার সকালে দামকুড়া থানার মুরারিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পথচারী মুরারিপুর এলাকার খোকা ওরফে ভুলুর মেয়ে সখিনা বেগম (৫০) ও প্রাইভেটকার আরোহী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার হোসেন আলীর ছেলে মজিবুর রহমান (২৮)।

এদের মধ্যে প্রাইভেটকার আরোহী মজিবুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছেন।

এ নিয়ে দামকুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আজিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে প্রাইভেটকার চালক সাদিকুল ইসলামকে (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজিপুর এলাকার গাজলুর রহমানের ছেলে। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছিলেন। তবে চিকিৎসা নিয়ে আত্মগোপনে রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দামকুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মুরারিপুরে ওই নারী পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারান প্রাইভেটকার চালক। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। পরে রাজশাহীগামী প্রাইভেটকারটি রাস্তার পাশে উল্টে গেলে চালকসহ দুই আরোহী আহত হন।

আহতদের রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান এক আরোহী।

বিএ-১৩/১১-০৬ (নিজস্ব প্রতিবেদক)