সীমান্তে বিজিবি দেখে ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারি

রাজশাহীর বাঘা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের দেখে ২০০ বোতল ফেনসিডিলভর্তি বস্তা ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গোপালপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

রাজশাহী-১ বিজিবির অধীনস্থ আলাইপুর বিওপির হাবিলদার মহিউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে চার সদস্যের বিজিবির একটি টহলদল গোকুলপুর খেয়াঘাটে নিয়মিত টহল দিচ্ছিলো। ওই দলের নেতৃত্বে ছিলেন তিনি নিজেই।

টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে খেয়াঘাটে দুটি স্কুল ব্যাগ এবং একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেগুলো তল্লাশি চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক সিজারমূল্য ৮১ হাজার টাকা। এগুলো ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

এছাড়া পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের সনাক্ত করা যায়নি বলে জানান হাবিলদার মহিউদ্দিন।

বিএ-১৪/১১-০৬ (নিজস্ব প্রতিবেদক)