বাজেট জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী

এবারের বাজেট জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বাজেট প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন মেয়র লিটন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য লিটন রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন।

খায়রুজ্জামান লিটন বলেন, এবার যে বাজেট পেশ করা হয়েছে, তা জনকল্যাণমুলক ও উন্নয়নমুখী। এ বাজেট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সহায়ক হবে।

লিটন আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। এবারের বাজেট সেই অগ্রযাত্রা বেগবান করবে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট
উপস্থাপন করা হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের
প্রথম বাজেট।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

বিএ-০৬/১৪-০৬ (নিজস্ব প্রতিবেদক)