রাজশাহীর বাগমারা উপজেলায় ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৭)। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় হাসান আলী (২০) নামের এক যুবক ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালান।
শুক্রবার দুপুরের এই ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার গোপালপুর গ্রামের হাসান আলী বেশ কিছুদিন থেকে ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু প্রস্তাবে সাড়া দেন নি কলেজ ছাত্রী।
এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে হাসান কলেজ ছাত্রীর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে হাসান পালিয়ে যায়।
ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার রাতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে হাসান আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। এ ঘটনার পর থেকে হাসান আলী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিএ-০২/১৫-০৬ (নিজস্ব প্রতিবেদক)