রাজশাহীর তানোরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় তানোর উপজেলার নড়িয়াল ক্ষ্যাপার মোড় থেকে ৭৬৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
আটক দুই সহোদর হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার লতিফপুর গ্রামের সালেকুর রহমান (২৪) ও তার ভাই মহসিন রেজা (২২)। তাদের বাবার নাম মছির উদ্দিন।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সালেকুর ও মহসিনের কাছ থেকে ইয়াবা ছাড়াও দুটি মুঠোফোন, তিনটি সীমকার্ড, দুটি মেমোরি কার্ড, একটি মোটরসাইকেল ও নগদ ৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিএ-১৮/২৭-০৬ (নিজস্ব প্রতিবেদক)