রাজশাহীতে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার লস্করহাটি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার আতাহার এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। পরিবার নিয়ে তিনি সুলতাগঞ্জ এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বাড়ি থেকে ভোরে গরু নিয়ে পাশের বাসুদেবপুরের উদ্দেশ্যে যচ্ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী ক্যারেট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।

পরে ট্রাকটি মহাসড়কের পাশের দুটি গাছের মাঝে আটকে যায়। সুযোগ বুঝে পালিয়ে যান চালক ও তার সহকারী। খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই মরদেহ নিয়ে যান স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিহতের স্বজনদের এনিয়ে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বিএ-০১/১০-০৭ (নিজস্ব প্রতিবেদক)