রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারীকে অপহরণ

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের অফিস সহকারী রঞ্জু লাল সরকারকে (৩৫) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে শালবাগান এলাকায় একটি মাইক্রোবাসে তাকে তুলে নেওয়া হয়। রঞ্জুর বাড়ি হবিগঞ্জে। তিনি পরিবার নিয়ে শালবাগানে ভাড়া বাসায় থাকেন।

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজমল কবীর জানান, দুপুর পৌনে ১২টার দিকে সহকর্মী (কম্পিউটার অপারেটর) মজিবর রহমানের সঙ্গে হেঁটে শালবাগান মোড়ের দিকে আসছিলেন রঞ্জু। ওই সময় পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থামে।

তিনি জানান, মাইক্রোবাস থেকে চারজন নেমে প্রশ্ন করে, এলাকার নাম কি। এরপরই রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে ঠেলে দেওয়া হয়। এরপর ১ মিনিটের মধ্যেই দরজা বন্ধ করে মাইক্রোবাসটি পালিয়ে যায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, এই অভিযোগটি তিনি পেয়েছেন। ঘটস্থলের পাশেই একটি সিসি টিভির ক্যামেরা আছে। তবে তাতে কিছু বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখছে।

এদিকে, অপহৃত রঞ্জু লালের বিরুদ্ধে পাসপোর্ট প্রতি ১২০০ টাকা করে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। তার অপহরণের খবর প্রচার হবার সাথে সাথেই এ ঘুষ নেয়ার বিষয়টিও আলোচনায় চলে আসে।

বিএ-০৬/১৩-০৭ (নিজস্ব প্রতিবেদক)