রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহীতে প্রকাশ্যে স্ত্রীকে গলা কেটে হত্যায় আয়নাল হক (৩০) নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আয়নাল হক পবা উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকার একরাম আলীর ছেলে।

রায় ঘোষণারকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন আয়নাল। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে বাড়ির আঙিনায় প্রকাশ্যে স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) জবাই করে হত্যা করেন আয়নাল।

পালানোর আগেই তাকে ধরে পুলিশে দেন প্রতিবেশীরা।

এ নিয়ে ওই দিনই নগরীর শাহমখদুম থানায় হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা পবা উপজেলার মদনহাটি এলাকার বাসিন্দা জয়নাল আলী।

জানা গেছে, মামলায় ২০ জনকে স্বাক্ষীর সাক্ষ্য নেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হবার পর আসামি আয়নাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

তাছাড়া ঘটনাটি ঘটেছিল প্রকাশ্যেই। সাক্ষীরাও সাক্ষ্য দিয়েছেন। এর ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালতে উপস্থিত আয়নালের মা শাহেদা বেগম দাবি করেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। তিনি শ্রমিকের কাজ করতেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে আয়নাল এক দিন কাজে গিয়ে চার দিন বসে থাকতেন।

আর সারাক্ষণ বাড়িতে বক বক করতেন। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপীল করবেন।

বিএ-০১/১৮-০৭ (নিজস্ব প্রতিবেদক)