রাজশাহীতে ১০ লাখ ভারতীয় জালরুপি উদ্ধার, কলেজ ছাত্রসহ আটক ৩

রাজশাহীতে ১০ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরীর সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫। রোববার দুপুর সোয়া ১২টার দিকে রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও জাহাঙ্গীর হোসেন।

আটককৃতদের মধ্যে রুবেল হোসেনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। সে গোদাগাড়ী ডিগ্রী কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আর মোসাদ্দেক হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং জাহাঙ্গীরের বাড়ি নাটোরে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ‘জাল নোটের কারখানা থাকার খবরে’ নুর মিয়ার বাড়ি রাত ২টা থেকে গোয়েন্দা নজরদারিতে নেয়া হয়। নিশ্চিত হওয়ার পর দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাবের একটি দল বাড়িতে অভিযান চালায়।

বাড়িতে তল্লাশী করে ১০ লাখ জাল রুপি ও জাল রুপি তৈরীর সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় ওই বাড়ি থেকে জাল রুপি তৈরীর সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, রুবেল গত বছর চাঁপাইনবাবগঞ্জে এক কোটি জাল রুপিসহ আটক হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে দুই মাস আগে সে রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে আবার একই কাজ শুরু করে। কোরবানীর ঈদকে সামনে রেখে তারা জাল রুপি তৈরী করছিল বলে জানান এই কর্মকর্তা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএ-০৩/২১-০৭ (নিজস্ব প্রতিবেদক)