রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলায় পানের বরজে কাজ করতে গিয়ে আবুল হোসেন (৫০) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

মঙ্গলবারে উপজেলার গণিপুরের গঙ্গানারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবুল হোসেন নিজ বাড়ির পাশে পানের বরজে অন্যদের সঙ্গে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে মেঘ দেখে বাড়ি ফেরার পথে আকাশে বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

দূর থেকে পড়ে যাওয়া দেখে স্থানীয়রা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম স্থানীয় গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুুদুর রহমানসহ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় নিহত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

বিএ-০৭/০৬-০৮ (নিজস্ব প্রতিবেদক)