রাজশাহীতে ধানের চারা বিক্রিতে মধ্যস্থতায় গিয়ে কৃষক খুন

রাজশাহীতে ধানের চারা বিক্রিতে মধ্যস্থতা করতে গিয়ে ছুরিকাঘাতে সোহেল রানা (৩৪) নামের এক কৃষক খুন হয়েছেন। রোববার দিবাগত রাত ১০টার দিকে নগরীর বেলপুকুর থানার জামিরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা ওই এলাকার আনসার আলীর ছেলে। এ ঘটনায় রাতেই বেলপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা।

এ ঘটনায় রাতেই দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- একই এলাকার বাসিন্দা রাজিবুল ইসলাম ও ফারুক হোসেন।

সোমবার দুপুরের দিকে এই দুজনকে আদালতে তোলার কথা জানিয়েছে পুলিশ।

বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে এক ব্যাক্তিকে সাথে নিয়ে জামিরা দক্ষিনপাড়া গ্রামের সাইফুল ইসলাম ধানের চারা কিনতে গিয়েছিলেন সোহেল রানা।

কেনা-বেচা নিয়ে ওই সময় সাইফুলের সাথে সোহেল রানার কথা কাটাকাটি হয়। রাতে জামিরা এলাকার একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি।

ওই সময় সাইফুলসহ ২/৩ জন ব্যক্তি সোহেল রানার উপর সশস্ত্র হামলা চালান। ছুরিকাঘাত করে তারা সোহেল রানাকে ফেলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি।

বিএ-০২/১৯-০৮ (নিজস্ব প্রতিবেদক)